সোলাইমান ইসলাম নিশান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনালী আঁশ(পাট) মার্কা (প্রতীক) মনোনীত প্রার্থী মুহাম্মদ নায়িম হাসান ভোটারদের দ্বারে গণসংযোগ করে ভোট চাচ্ছেন। একই সময় লিফলেট বিতরণ করেন তিনি।
শনিবার (৩০ ডিসেম্বর ) সকালের দিকে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর স্টেশন থেকে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে নেতাকর্মীদের নিয়ে ভোট চাইতে দেখা যায়।
ভোটারদের উদ্দেশ্য নায়িম বলেন,জনগণ আমাকে নির্বাচিত করলে আমি প্রথমে সন্ত্রাস, দূর্নিতি দূর করবো। ৩ আসনের যত রাস্তা আছে একটাও কাঁচা থাকবে না। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিবে। জনগণ আমাকে নির্বাচিত করলে আমি জনগণের হয়ে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত আমাকে কেউ হুমকি দেই নাই, তবে কে বা কাহারা রাতের অন্ধকারে আমার পোস্টার গুলো ছিড়ে ফেলছে।।
এসময় উপস্থিত ছিলেন— বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ।
লক্ষ্মীপুর