প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর -২ রায়পুর আসনে (রায়পুর ও সদর আংশিক) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এর নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারবার বিকালে পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট প্রমুখ।সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, রায়পুর এলাকার এটা আমার শেষ জনসভায় আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করছি।