লক্ষ্মীপুর-২ আসনে ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্টসহ ৩ জনকে মারধরের অভিযোগ

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর- ২ আসনের রায়পুর বামনী ইউনিয়নের মোল্লারহাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ফজলুল শিপনসহ দুই কর্মীকে বেধর মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থী নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

এ নিয়ে উভয় প্রার্থী কর্মী সমর্থকওে মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোববার দুপুর ১ টার দিক রায়পুর উপজেলার বামনী মোল্লাহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্য্র এ নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা: নাহিদা আক্তার মিতু জানান, আহত শেখ ফজলুল শিপন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া গুরুত্বও আহত রাছেলকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। রাছেল উপজেলার কেরোয়া গ্রামের রহিম মিয়ার ছেলে। বাকী এক জনের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে লক্ষ্মীপুর -২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, স্বতন্ত্র প্রার্থী সেলিনা ্ইসলাম ভোটারদের নিকট প্রত্যাক্ষাত হয়ে নাটক সাজিয়েছেন। আমারা এ বিষয়ে কিছুই জানিনা। তবে এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের ঈগল প্রতীকের এখনো পর্যন্ত থানায় অভিযোগ করেন নাই। তবে ঘটনা শুনতে পেয়ে তিনি ঘটনা তদন্তসহ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.