লক্ষ্মীপুর স্বাধীন হয়েছিলো আজকের এই দিনে 

শেয়ার
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর :
আজ ৪ ডিসেম্বর, লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালে  মহান মুক্তিযুদ্ধে  এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে জেলায় অবস্থানকারী পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেন।এর মধ্য দিয়ে পাকবাহিনী ও রাজাকার-আল বদরদের হত্যা, লুট, আর নির্যাতনের হাত থেকে মুক্তি পায় লক্ষ্মীপুরবাসী। যুদ্ধে পুরো সময়জুড়ে লক্ষ্মীপুর জেলা ছিল ক্ষত-বিক্ষত।
লক্ষ্মীপুরকে পাক হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস জেলার বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সাথে ১৭ টি সম্মুখ যুদ্ধসহ ২৯টি দুঃসাহসিক অভিযান চালায়। এতে শহীদ হন ১১৪ জন মুক্তিযোদ্ধা এবং  কয়েক হাজার মুক্তিকামী। পাক-হানাদার বাহিনীকে  প্রতিরোধ করতে সর্বপ্রথম মুক্তিযোদ্ধারা লক্ষ্মীপুর জেলা শহরের প্রবেশপথে মাদাম ব্রীজটি ১২/৪/৭১ইং(সূত্র: লক্ষ্মীপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য বই) তারিখে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয়।সেই ইতিহাসের স্বাক্ষী হয়ে আজও ব্রীজের লোহার পিলারগুলো দাঁড়িয়ে আছে স্মৃতি হিসেবে।
মুক্তিযুদ্ধের ২ নং সেক্টরের আওতাধীন এ জেলায় ৯ মাস ধরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা একত্রে জেলার  বিভিন্ন স্থানে অমানবিক তান্ডবলীলা চালায়। হানাদার বাহিনী শহরের আলীয়া মাদ্রাসায় ক্যাম্প স্থাপন করে। সেই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে মুক্তিকামী হাজার হাজার নর-নারীকে ধরে এনে টর্চার সেলে নির্যাতন চালাত এবং নারীদের পাশবিক নির্যাতন শেষে হত্যা করে বাগবাড়ীর গণকবর, মাদাম ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে গর্তে পুঁতে ফেলত। আবার অনেককেই ফেলে দিত খরস্রোতা পাশে থাকা রহমতখালী খালে।আজও  নারকীয় এসব হত্যাযজ্ঞের নীরব সাক্ষী হয়ে আছে শহরের বাগবাড়ীর গণকবর, মাদাম ব্রিজ, পিয়ারাপুর ব্রিজ ও মজুপুরের কয়েকটি হিন্দু ও মুসলমান বাড়ি।
লক্ষ্মীপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম জানান, ১৯৭১ সালের ১ ডিসেম্বর থেকে প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরী এবং সুবেদার আব্দুল মতিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সাঁড়াশি আক্রমণ চালান হানাদার বাহিনীর বিভিন্ন ক্যাম্পে। অবশেষে ৪ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী ও এর দোসররা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.