লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও অনিক

শেয়ার

Nagadলক্ষ্মীপুর সরকারি কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রিয়াজুল ইসলাম অনিক ক্যাডেট সার্জেন্ট থেকে ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি হয়।

গত রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত র্যাঙ্ক পরিধান অনুষ্ঠানে রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মোঃ কামরুল ইসলাম , ০৬ ব্যাটালিয়নের ব্যাটা. কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোঃ হাবিবউল্লাহসহ মোঃ রিয়াজুল ইসলাম অনিককে সিইউও র্যাঙ্ক পরিয়ে দেন।

অনিক ২০১৯ সালে বিএনসিসিতে যোগ দান করে। ২০২২-২০২৩ রেজিমেন্ট ক্যাম্প এবং ২০২৩-২০২৪ ব্যাটালিয়ন ক্যাম্পে অংশ গ্রহণ করে এবং শ্রেষ্ঠ ক্যাডেট হয়।

তিনি বলেন,এটি আমার জীবনের অন্যতম একটি অধ্যায়।গত চারটি বছরে বিএনসিসি থেকে অনেক কিছু শিখেছি, এখন সময় নিজের অর্জিত জ্ঞান, শৃঙ্খলা দিয়ে বিএনসিসিকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মোঃ শাহরিয়ার কবির এবং আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এর প্লাটুন কমান্ডার মোঃ সফিকুল ইসলাম।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.