লক্ষ্মীপুর সরকারি কলেজ অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতি, অপসারণ চান শিক্ষকরা

শেয়ার

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল করিমের বিরুদ্ধে বিগত সময়ের রাজনৈতিক লেজুড়বৃত্তি, আর্থিক অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, তুচ্ছ কারণে দরিদ্র কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগ এনে তার অপসারণ চেয়েছেন শিক্ষকরা। শুক্রবার দুপুরে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কলেজে শিক্ষক পরিষদ। শিক্ষক পরিষদের সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আজিম উদ্দিন ও সম্পাদক ড. আবু সিনা সৈয়দ তারেক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ সময় কলেজের প্রধান সহকারীর বিরুদ্ধে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তি দাবি করে শিক্ষকরা।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যে সব শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন, তাদের আর্থিক সহযোগিতা এবং কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ কাউছার বিজয়ের নামে একটি উন্মুক্ত লাইব্রেরি বা ফটক স্থাপনের দাবি তোলা হয়।

শিক্ষকরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক গণবিপ্লবের পরবর্তী সময়ে অধ্যক্ষ মাহাবুবুল করিম অনুপস্থিত থাকায় কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়। কলেজ খোলার প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষের খোঁজ করতে থাকেন। পরবর্তীতে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে প্রতিনিধির মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি সমূহ উপস্থাপন করে।

সভায় অধ্যক্ষকে অপসারণ করে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির দাবি করেন শিক্ষকরা। পাশাপাশি কলেজে দ্রুত নতুন অধ্যক্ষ পদায়নের দাবি তোলেন শিক্ষকরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.