সোলাইমান ইসলাম নিশান: সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ। রবিবার ( ২৫ ফেব্রুয়ারি ) দুপুরে ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে একটি মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ বলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ সবসময়ে থাকবে। তাদের যেকোনো সমস্যা মোকাবেলা করবে কলেজ ছাত্রলীগ।
কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর বলেন, শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধ। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করুন।
এইসময়ে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা ওসমান গণি, তোফাজ্জল হোসেন রাব্বি, রোহান খান, আবির হাসান, ওমর ফারুক, ইমরান হোসেন ইমন, সানজির মাহমুদ রোহান,তাহসীন আনজুম রিজভী, আরাফাত রহমান ফাহাদসহ প্রমুখ।