শীর্ষ সংবাদ ডেস্ক :
লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং মোহাদ্মদিয়ে হোটেলের সামনে থেকে ২৪ ঘন্টার ব্যবধানে প্রকাশ্যে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে থেকে মোঃ সোহেল হোসেনের মালিকানাধিন একটি ডিসকভার ব্লু রঙয়ের মোটরসাইকেল প্রকাশ্যে নিয়ে যায়। রোববার বিকেল ৫টায় শহরের মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে মোঃ হুমায়ুনের মালিকানা একটি সাদা রঙয়ের এপাসী মডেলের মোটরসাইকেল ও চোর চক্র। তবে ওই চক্রকে সি সি ক্যামরার ছবি দেখে সনাক্তকরার চেষ্টা চলছে।
এপাসী মোটরসাইকেল মালিক হুমায়ুন কবির জানান, হোটেলে নাস্তা করে এসে দেখি আমার মোটরসাইকেলটি নেই। পরে হোটেলের সি সি ক্যমেরার ভিডিও দেখে নিশ্চিত হই যে আমার মোটরসাইকেলটি চুরি হয়েছে।
ডিসকভার মোটরসাইকেল মালিক মোঃ সোহেল হোসেন বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের গেইটের ভিতর নার্স কোয়াটারের পার্শ্বে রাস্তার উপর মোটরসাইকেলটি রেখে আমি হাসপাতালের ভিতরে যাই। প্রায় আধাঘন্টা পরে এসে দেখি আমার মটরসাইকেলটি ওই স্থানে নেই। পরে হাসপাতালের সি সি ক্যামরা দেখে বুঝতে পারি আমার মোটরসাইকেল চুরি হয়েছে। তবে সি সি ক্যামরা থেকে চোর চক্রের কিছু ছবি সংগ্রহ করা হয়েছে। এবিষয়ে আমি লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, অভিযোগর ভিত্তিতে পুলিশ কাজ করছে। শীঘ্রই চোর চক্রকে ধরে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বৈধ কাগজপত্রের অভাবে মোটরসাইকেল উদ্ধারে জটিলতা হচ্ছে। অনেক মোটরসাইকেল উদ্ধার করেও কাগজ পত্রের অভাবে সঠিক মালিকের কাছে হস্তান্তর করা যাচ্ছেনা। বর্তমানে পুলিশের কাছে প্রায় দুই হাজার উদ্ধার হওয়া মোটরসাইকেল পড়ে আছে।