লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরে পণ্যবাহী ট্রাকের চাপে বিআইডব্লিউটি’র পল্টনের র‌্যাম ভেঙ্গে মজু চৌধুরীর হাট ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেল ৩ টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা লবন-হলুদ বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো, ট-১৮-৪২০৫) ফেরিতে উঠার সময় র‌্যাম ভেঙ্গে এ ঘটনা ঘটে।
এতে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে চলাচল করা বেশ কিছু পণ্যবাহী ট্রাকসহ অর্ধশতাধিক যানবাহন ওই ঘাট এলাকায় আটকা পড়ে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সাথে ওই ঘাটে ৫টি যানবাহন নিয়ে কনক চাপা ফেরিও আটকা পড়ে আছে।

আটকা পড়া ফেরী কনকচাপার ভারপ্রাপ্ত মাষ্টার আব্দুল সালাম জানান, ওই পল্টুনে অন্য একটি র‌্যাম না স্থাপন করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা থাকা খাওয়াসহ দুর্ভোগে রয়েছেন।
বিআইডব্লিউটি’র লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরিঘাটের পল্টুনের দায়িত্বে থাকা লস্কর আবুল হাসেম জানান, র‌্যাম আনার জন্য বলা হয়েছে দ্রুত স্থাপনের চেষ্টা চলছে।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.