তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর পৌরসভার কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল ৫ জুন (সোমবার) । কৃষিলীগের জেলা আহ্বায়ক চৌধুরী মো: আবদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে মোঃ আরিফ হোসেন কে আহ্বায়ক ও সাইফ উদ্দিন শিবলুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষক লীগ লক্ষ্মীপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক তৎপরতা না থাকায় লক্ষ্মীপুর পৌরসভা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে আগামী ০৩ মাসের জন্য ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। আহ্বায়ক মোঃ আরিফ হোসেন ও সদস্য সচিব সাইফ উদ্দিন শিবলু।