তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌরসভার উদ্যেগে স্বাস্থ্য সচেতনা মূলক আলোচনা সভা, মা ও শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।স্বাস্থ্য সেবা মানুষের দ্বারে পৌছে দিতে ৫ জন স্বাস্থ্য কর্মীকেও দেওয়া হয়েছে বাইসাইকেল।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় পৌর মেয়রের জনতার ঘরে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা: আহম্মদ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:আনোয়ার হোসেন, শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: নাছিরুজ্জামান।
আলোচনা সভায় অতিথিরা বলেন, পৌরসভার ১৫ টি ওয়ার্ডে স্বাস্থ্য সেবা পৌছে দিতে আমাদের এই মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি ভাবে সকল জনগণের মাঝে পুরাপুরি ভাবে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া সম্ভব নয়, তাই এরকম মেডিকেল ক্যাম্প প্রয়োজন।