লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখান থেকে গাড়িতে করে দুপুর ১টা ২০ মিনিটে লক্ষ্মীপুর সার্কিট গেছেন তিনি। সার্কিট হাউজে যোহরের নামাজ আদায় করে দুপুর ২টা ৪০ মিনিটে জনসভাস্থলে যাবেন প্রধানমন্ত্রী।
সেখানে বিকেল পৌনে ৩টায় বিশেষ ব্যবস্থায় লক্ষ্মীপুরের ২৭টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে ৩টায় জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবে তিনি।