লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২৬তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় জেলা পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক শাহজাহান কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
সদস্য সভায় উপস্থিত ছিলেন, জনসংখ্যা পরিদপ্তরের পরিচালক মো. খালেদ হোসেন, উপ-পরিচালক মো. অহিদ উল্যাহ, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ শাখার এজিএম (অর্থ) এবিএম শাখাওয়াত উল্যাহ, ডিজিএম (কারিগরী) আকবর হোসেন মিয়া, এজিএম (ওয়েনটেষ্ট) সিরাজুল ইসলাম, রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির মহিলা পরিচালক খোদেজা খাতুন ও রামগতি পল্লী বিদ্যুৎ সমিতির মহিলা পরিচালক তুহিনা আক্তার প্রমুখ। এসময় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ সমিতির ২০১৫-২০১৬ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।