পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক চৌধুরীসহ ৬জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার (১১ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারা নির্বাচন থেকে সরে দাড়ান। সন্ধ্যায় জেলা নির্বাচন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মনোনয়নপত্র প্রত্যাহার করা সদস্য প্রার্থীরা হলেন ৩নম্বর ওয়ার্ডের নুর নবী, ৭ নম্বর ওয়ার্ডের মঈনুল হোসেন ও আমিনুল বারী মোহাম্মদ শামছুল ওমর, ৪ নম্বর ওয়ার্ডের জাফর উল্যাহ দুলাল হাসান ও দেলোয়ার হোসেন।
মনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক চৌধুরী জাতীয় পার্টির (মতিন) লক্ষ্মীপুর জেলা সভাপতি।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হচ্ছেন, বর্তমান প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব শামছুল ইসলাম। অন্যদিকে জেলা আ’লীগের সভাপতি এম আলাউদ্দিন ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন।