পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুর জেলা পরিষদের নব নির্বাচিত মহিলা সদস্য পারভীন আক্তার সালমাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (১ জানুয়ারি) দুপুরে কমলনগরের তোরাবগঞ্জ হাই স্কুল ‘স্টুডেন্ট’স ফোরাম’ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন কমলনগর উপজেলা আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার একেএম নুরুল আমিন, কমলনগর উপজেলা ১৪ দলীয় ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া, মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল ইসলাম, তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী শাহে আলম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানজুর রহমান রুবেল প্রমুখ। এসময় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীসহ দু সহস্রাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত পারভীন আক্তার সালমা গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৪ নম্বর ওর্য়াড থেকে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাপ্পীর সহধর্মীনি এবং তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন মেধাবী ছাত্রী।
লক্ষ্মীপুর জেলা পরিষদের মহিলা সদস্য সালমাকে সংবর্ধনা
Array
