রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া আবারো লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। গতমাসে আইনশৃঙ্খলায় উল্লেখ যোগ্য ভুমিকা রাখায় লীপুর জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় তাকে আবারো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে গত ৬ মাসে তিনবারই তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। জানা যায়, আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন্য অবদান রেখে ডাকাতি, মাদকদ্রব্য উদ্ধার, চোরাই মোটরসাইকেল উদ্ধার, সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসহ দ্বায়িত্বশীল ভুমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোঃ তোতা মিয়া লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়।