পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া।
বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লা আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার (১৫ জানুয়ারী) লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে আয়োজিক মাসিক কল্যান সভায় পুলিস সুপার আ স ম মাহতাব উদ্দিন শ্রেষ্ঠ ওসিকে পুরস্কৃত করেন।
সভায় পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল পঙ্কজ কুমার দে।
তাছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলার সকল ফাড়ি তদন্ত কেন্দ্রের আইসি ও অন্যান্য পুলিশ সদস্য সভায় উপস্থিত ছিলেন।
মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার সহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লা-আল-মামুন ভূঁইয়াকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরুষ্কৃত করা হয় বলে জানান, বিভাগীয় সেরা ও লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আ.স.ম মাহতাব উদ্দিন।