লক্ষ্মীপুর সংবাদদাতা:
আগামী ২৭ অক্টোবর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও রায়পুর পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি)।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি সাংবাদিকদের জানান, ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমরা আগামী শুক্রবার বিকেলে দুইটি শাখার সম্মেলন একসঙ্গে করার উদ্যোগ নিয়েছি। দীর্ঘদিন রায়পুর উপজেলা ছাত্রলীগের বেশিভাগ কমিটি আহ্বায়ক কমিটি ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।