লক্ষ্মীপুর কারাগারের হাজতি কমলনগরের যুবদল নেতার মৃত্যু

শেয়ার

লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর কারাগারের হাজতি কমলনগরের হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌসের (২৬) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০জুন) দিবাগত রাত ৩ টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কতৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে।
ফেরদৌস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে। ৫ জানুয়ারি নির্বাচনের দিন ভোটকেন্দ্র ভাঙচুর অভিযোগে তার বিরুদ্ধে কমলনগর থানায় মামলা হয়। ওই মামলায় সে কারাগারে ছিলো।
কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী নিহত ফেরদৌসের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ফেরদৌস একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ১৭ জুন তাকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।
লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম বলেন, রাতে হৃদ রোগে আক্রান্ত হলে দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে পাঠানো হয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.