সোলাইমান ইসলাম নিশান: মানসম্মত ও রুচিশীল পোষাকের সমারোহে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো স্টার ফ্যাশন। শহরের বাজার রোডস্থ তমিজ মার্কেট এলাকায় রবিবার সন্ধ্যায় ফিতা কেটে এ শপটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ক্বারি প্রমুখ।
জানা যায়, শপটিতে রয়েছে নারী-পুরুষ ও বাচ্চাদের পোষাক সামগ্রী। যা ক্রেতা সাধারন কিনতে পারবেন সুলভ মূল্যে। এছাড়া দৃষ্টি নন্দন ডেকোরেশন ক্রেতাদেরকে করবে আকৃষ্ট।
ক্রেতারা বলেন, স্টার ফ্যাশনে মানসম্মত বিভিন্ন পোষাক সামগ্রী রয়েছে। দামও নাগালের মধ্যে রয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলেন, আমরা ক্রেতা সাধারণের কথা চিন্তা করে মানসম্মত ও রুচিশীল পোষাক সুলভ মূল্যে বিক্রি করছি। আশা করি ক্রেতারা সব সময় তাদের সেরাটা এখান থেকে ক্রয় করতে পারবে।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, লক্ষ্মীপুরে ইদানীং অনেক গুলো বড় বড় শপ উদ্বোধন হয়েছে। আজ আমরা স্টার ফ্যাশন উদ্বোধন করেছি। শপটি ঘুরে দেখলাম। তাদের ভালো কালেকশন রয়েছে। আশা করি তারা ক্রেতাদের চাহিদা মেটাতে পারবে।