নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি, বাংলাদেশ
সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি
মোহাম্মদ আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুর ১২ টার দিকে চন্দ্রগঞ্জ আফজাল সড়কের ১
নম্বর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাজ্জাদুর
রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সাংবাদিক আজাদ
মোটরসাইকেল যোগে চন্দ্রগঞ্জের বাড়ি থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে
ব্রীজ এলাকায় পৌঁছলে আভ্যন্তরীণ রাস্তা থেকে একটি বাইসাইকেল
তার মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এসময় সাইকেল আরোহীকে
বাঁচাতে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে আহত সাংবাদিককে
উদ্ধার করে নোয়াখালীর উড ল্যান্ড প্রাইভেট হাসপাতালে ভর্তি করা
হয়।
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত
Array
