লক্ষ্মীপুর:
মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের রামগতিতে ভবন নির্মাণের ৯ বছরেও চালু হয়নি আবহাওয়া অফিসের কার্যক্রম। এতে দুর্যোগ মুহূর্তে আগাম কোন বার্তা না পাওয়াসহ এ উপকুলের লাখো বাসিন্দাদের থাকতে হয় নানা শঙ্কায়। দীর্ঘ ৯ বছরেও অফিসটি চালু না হওয়ায় এখন মাদকসেবীদের আড্ডা খানায় পরিনত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
জেলা ত্রাণ ও পূণর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে বর্তমানে বাস করছেন প্রায় ১৮ লাখ মানুষ। আর নদীকূলে ঝুঁকি নিয়ে বাস করছেন প্রায় ৮ লাখ মানুষ। এদের মধ্যে মেঘনা নদীতে ৬২ হাজার জেলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। যেকোন দুর্যোগ মুহূর্তে এ অঞ্চলের মানুষ আগাম সতর্কীকরণে বার্তা পেতে সরকার ২০০৮-২০০৯ অর্থ বছরে আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তীরন নৌ-চলাচল পূর্বাভাস কেন্দ্রটি র্নিমান করে। রামগতি উপজেলার চর সেকান্তর এলাকায় দেড় একর ভূমির ওপর এক কোটি টাকা ব্যয়ে আবহাওয়া অফিসের এই ভবনটি নির্মাণ করা হয়। নির্মানের ৯ বছরেও শুরু হয়নি এর কার্যক্রম। বর্তমানে এ আবহাওয়া অফিসে কর্মরত রয়েছে ২ জন আনসার সদস্য। তারাও ঠিকমত অফিসে থাকেন না বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ওই অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি, তবে দরজা জানালা খোলা ও দিনের বেলায় বাতি জালিয়ে রাখাসহ অফিসের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকার দৃশ্য ক্যমরাবন্দী হয়। বিস্তীর্ন মাঠ জুড়ে সবজি চাষও করতে দেখা গেছে স্থানীয়দের। এমন পরিস্থিতিতে এ ভবনটি প্রায় পরিত্যক্ত ও অরক্ষিত হয়ে আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ সুযোগে ভবনটি প্রতিনিয়ত মদ জুয়া ও অসামাজিক কার্যকলাপের আস্তানা হিসেবে বখাটেরা ব্যবহার করছে বলে অভিযোগ করেন তারা।
এতে স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রীরা বিপদগামী হয়ে পড়ছে বলেও জানান তারা। অফিসের কার্যক্রম চালু না হওয়ায় ঘূর্ণিঝড় আইলা, সিডর, নার্গিস ও মোরা এর মতো দুর্যোগ মুহূর্তে সঠিক সিগন্যাল না পেয়ে চরম আতঙ্কে থাকেন এ উপকূলের লাখো বাসিন্দারা।
বহু প্রাণহাণি ও বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষায় খুব দ্রুত এ আবহাওয়া অফিসটি চালু হবে এমন প্রত্যাশা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরসহ প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান এলাকাবাসী।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, চলমান বাজেট অধিবেশনে আবহাওয়া অফিসের বিষয়টি উপস্থাপন করা হবে। আর অচিরেই কার্যক্রম শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।