লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে সদর উপজেলার চর রমনী ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটিকে অবৈধ দাবি করে প্রায় ৪০ নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী ইউনিয়নের ওই ৪০ নেতাকর্মী স্বাক্ষরিত একটি তালিকা ও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ১ম যুগ্ম সম্পাদক দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক হান্নান ও প্রচার সম্পাদ মো. শফিকসহ ৪০ নেতাকর্মী। সদর (পশ্চিম) উপজেলা ছাত্রদলের সভাপতি আমির আহম্মদ রাজু বলেন, দলের ভেতরে কোন্দল সৃষ্টি করার লক্ষ্যে একটি চক্র ষড়যন্ত্র করছে। তবে সাংগঠনিক নিয়ম অনুসারে কেউ পদত্যাগ করতে হলে সংশ্লিষ্ট নেতাদের কাছে আলাদাভাবে পদত্যাগ পত্র জমা দিতে হবে। এখনো পর্যন্ত কেউই পদত্যাগ পত্র জমা দেয় নি বলে জানান তিনি। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ইকবাল হোসেন কবিরকে সভাপতি ও জহিরুল ইসলাম রবিনকে সাধারণ সম্পাদক করে চর রমনী ইউনিয়ন ছাত্রদলের কমিটির অনুমোদন দেয়া হয়। এর জের ধরে ছাত্রদলের একটি পদত্যাগ করেন।