লক্ষ্মীপুরে ৪টি আসনে মনোনয়নপত্র বৈধ ২৭ জন, বাতিল ১৬ জন

শেয়ার
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪ টি আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১৬ জন  প্রার্থীর  মনোনয়নপত্র।
সোমবার (৪ ডিসেম্বের) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের কাগজপত্র যাছাই-বাছাই শেষে ৪টি আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৭ জনের বৈধ মনোনয়নপত্র ও ১৬ জনের বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেন । প্রতিটি আসনে আওয়ামীলীগের (নৌকার) বিপক্ষে স্বতন্ত্র  প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ অন্যান্য দলের একাধিক প্রার্থীও মনোনয়নপত্র রয়েছে।
জেলা নির্বাচন  অফিস ও রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,
 লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ৪ জন
আওয়ামী লীগের মনোনীত ড. আনোয়ার হোসেন খান, জাতীয় পাটি মোহাম্মদ মাহামুদুর রহমান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নিয়াজ মাখদুম ফারুকী স্বতন্ত্র প্রাথী এম এ গোফরান, বৈধ  ৪ জন মনোনয়ন । বাতিল ৫ জন ।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১০ জন
আওয়ামী লীগের মনোনীত জেলা সাধারন সস্পাদক  নুর উদ্দিন চৌধুরী নয়ন , জাতীয় পার্টির নোয়াখালী জেলা সভাপতি মো: বোরহান উদ্দিন আহমেদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোরশেদ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মো: শরিফুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মো; আমির হোসেন। তৃনমূল বিএনপি আবদুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ সুপ্রিম পাটি জহির হোসেন , মুক্তিজোট ইমাম উদ্দিন সুমন, বাংলাদেশ কংগ্রেস জোট মো: মনসুর রহমান, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী চৌধুরি রুবিনা ইসলাম লুবনা, ১০ জন বৈধ মনোনয়ন । মনোনয়নপত্র  বাতিল ৩ জন ।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ৭ জন
আওয়ামীলীগের মনোনীত জেলা সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক , জাতীয় পাটি  মুহাম্মদ  রাকিব হোসেন, তৃনমূল বিএনপি মো: নাইম হাসান , আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার, জাকের পাটি শামছুল করিম, বাংলাদেশ ওয়ার্কাস পাটি মো: মাহাবুল করিম টিপু , বাংলাদেশ জাতীয় পাটি মোহাম্মদ আবদুর রহিম, বৈধ মনোনয়নপত্র ৭ জন , বতিল ৫ জন,  ।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে  ৬  জন
আওয়ামীলীগের আওয়ামীলীগের মনোনীত ফরিদুন্নাহার লাইলী ( কেন্দ্রীয় কৃষিও সমরায় বিষয়ক সম্পাদক ) বাংলাদেশ মুপ্রীম পাটি মোহাম্মদ ছোলায়মান, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মো: আবদুল্লাহ, ইস্কান্দার মির্জা শামীম, মাহমুদা বেগম ও জাতীয় সমাজতানিন্ত্রক দল (জাসদ) মোশারফ হোসেন  ৬ টি জন বৈধ মনোনয়ন, বতিল ৩ জন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.