পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থীসহ প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতের জন্য স্বেচ্ছা শ্রমে একটি বাঁশের সাঁকো সংস্কার করেছে জেলা ছাত্রলীগ। রায়পুর উপজেলার ২নং ইউনিয়নে একটি ভাঙ্গা সাঁকো সংস্কার করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছাত্রলীগের প্রায় ৩০জন নেতাকর্মী স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ভাঙ্গা সাঁকোটি মেরামত করা হয়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহামুদুন্নবী সোহেলের একান্ত প্রচেষ্ঠায় স্থানীয় ছাত্রলীগের সহযোগিতায় একদিনেই সাঁকোটি সাধারণ মানুষের চলাচল উপযোগি করে গড়ে তোলা হয়।
চৌধুরী মাহামুদুন্নবী সোহেল বলেন, একটি সাঁকোর অভাবে থেমে থাকবেনা কোন শিক্ষার্থীর স্কুল যাওয়া। কারন এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ এবং স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে নিজস্ব অথার্য়ন এবং সেচ্ছা শ্রম দিয়ে এ সাকো সংস্কার করা হয়।
আর কাজটি করতে সত্যি অনেক ভালো লাগছে কারন এখন আর কোন শিক্ষার্থী এবং স্থানীয় প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত অনেক সহজ হবে। সেই সাথে আশাকরি স্থানীয় জনপ্রতিনিধি একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করবেন এবং এইক্ষেত্রে জেলা ছাত্রলীগ সর্বাত্মক সহযোগীতা থাকবে।