“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ স্লোগানে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে আরো ৪৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।
মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ২১ জুলাই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) জমি ও গৃহপ্রদান কার্যক্রমে’র উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ।
এসময় তিনি আরও বলেন, ইতিমধ্যে ১ম ধাপে ও ২য় ধাপে ১৭৮৬টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নীগার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।