ইসফাকুল হোসেন : লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে রতন বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন রতন (৪৫) ও তার বড় ভাই ইসমাইল হোসেন চৌধুরী (৫০) নিহত হয়েছে।
বুধবার চন্দ্রগঞ্জ থানার বসিকপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দীন জানান, সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি বেবিট্যাক্সিতে করে এসে খুব কাছ থেকে তাদেরকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় হামলাকারীদের হাতে অত্যাধুনিক অস্ত্র দেখেছে প্রত্যদর্শীরা।
পুলিশ জানিয়েছে, রতন নিজেও একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিন বছরে আগেও একবার সে গুলিবিদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে রতন পলাতক ছিল। কয়েক দিন আগে সে এলাকায় ফিরে আসে
লীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লক্ষ্মীপুরে ২ ভাইকে গুলি করে হত্যা
Array
