লক্ষ্মীপুরে ২৭টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : 

লক্ষ্মীপুরে ৩টি মন্ত্রণালয়ের অধীনে মোট ২৭টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের অবকাঠামোগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ১টি টিএনসি, ২টি কলেজ, ৩টি মাদরাসা ও ১টি মাধ্যমিক বিদ্যালয় ভবন। এছাড়াও ঢাকা-লক্ষ্মীপুর নৌ-পথের লক্ষ্মীপুর প্রান্তের মেঘনা নদীর ড্রেজিং প্রকল্প উদ্বোধন করা হয়। পরে ৫ম পর্যায়ে ৩৪টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। এসময় লক্ষ্মীপুর সদর উপজেলাকে গৃহহীন ঘোষনা করেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.