লক্ষ্মীপুরে ১১ যাত্রীবাহী বাসে জরিমানা

শেয়ার

লক্ষ্মীপুর :

ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত ইকোনো ও শাহী পরিবহনসহ ১১টি বাসে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় যাত্রীদের কাছ থেকে নেয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া।

রোববার (২জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের ঝুমুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান। এসময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা যায়, ঈদ উপলক্ষে ঢাকা এক্সপ্রেস, রয়েল কোচ, ইকোনা, জোনাকী, জননী ও শাহী পরিবহন ৩০০ টাকার ভাড়ার স্থলে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত টিকেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় ইকোনো ও শাহী পরিবহনসহ ১১টি গাড়ির ৫১হাজার টাকা জরিমানা ও যাত্রীদের থেকে নেয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বাস মালিকদের সতর্ক করে দেওয়ার পরেও তারা যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করছে। অভিযোগের নসত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যৎতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.