প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে বিষয় নির্ধারণী কমিটির এক সভা শনিবার ৮ এপ্রিল জেলা শহরের সোনার বাংলা চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত এর সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট জহর লাল ভৌমিক, বিজন বর্ধন, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শৈবাল কান্তি সাহা, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, গৌতম মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ। সভায় দীর্ঘ আলোচনা শেষে সবার প্রস্তাব সমর্থনে আগামী তিন বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় জেলার পাঁচটি উপজেলা ও পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিষয় নির্ধারণী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।