পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যাণ আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম হতদরিদ্র শীতার্থীদের মাঝে ৩’শ কম্বল বিতরণ করেছেন।
সোমবার বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদের সেমিনার কক্ষে কম্বল বিতরণী ও আলোচনা সভায় জেলা পরিষদের অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পত্নী মিসেস আনোয়ারা ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেশটিভির জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক মোঃ কামাল উদ্দিন হাওলাদার, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শাকের মোঃ রাসেল প্রমূখ। তাছাড়া আরো উপস্থিত ছিলেন ৩শতাধিক সুবিধাবঞ্চিত নারী-পুরুষ।