নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন । আহত সাংবাদিকরা হলেন, দৈনিক খবর এর জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক মানব কল্যাণ পত্রিকার নির্বাহী সম্পাদক মো: ইসমাইল হোসেন জবু ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নতুন পথ পত্রিকার নির্বাহী সম্পাদক মো: সোহেল রানা। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার এই দুর্ঘটনা ঘটে।
আহত মো: সোহেল রানা জানান, পেশাগত দায়িত্ব পালনে জেলার রামগতি উপজেলা থেকে লক্ষ্মীপুর দিকে আসছিলেন। এ সময় বৃষ্টি থাকার কারণে একটি চলন্ত বাস চাপ দিলে রাস্তার পাশে একটি গর্তে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা ও সহকর্মী বিএম সাগর এসে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন।
বর্তমানে আহত সাংবাদিকরা আশংকামুক্ত রয়েছেন। তবে এদের মধ্যে ইসমাইল হোসেন জবু গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান জেলার কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।