লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় নারী ও শিশুসহ আহত ২০

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে যাত্রীবাহী মিনি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৪টার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের শাকচর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন কিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে চালকসহ ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্নী এসতেমা উপলক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে মিলন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের মটবী এলাকার সাইফিয়া দরবার শরীফ যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী মিনি বাসটি ঘটনাস্থল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুছড়ে যায়। এ সময় নারী ও শিশুসহ বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.