সোলাইমান ইসলাম নিশান:
লক্ষ্মীপুরে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে কোরাআন শরীফ, মধ্যাহ্ন ভোজ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৪ জুন) বেলা ১১ টা থেকে দালাল বাজার খোয়া সাঁকো দিঘীর পূর্ব পাশে আল আমিন মাদ্রাসায় এই আয়োজন করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা খেলাধুলার সামগ্রী পেয়ে আনন্দে মেতে উঠে।
সংগঠনের অন্যতম সদস্য শাহাদাত হোসেন মিতুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক আল আমিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের পরিচালক ইব্রাহিম খান শান্ত, টুকামিয়া চাঁপরাশি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাসেম, দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবির হোসেন, সংগঠনের সদস্য ফাহাদ হোসেন কাকন, আল ইমরান হোসেন জিতু, সুমন হোসেনসহ প্রমুখ।