লক্ষ্মীপুর:
ডাকাতিতে বাধা দেওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) সফি উল্লাহ সাবুকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) রাতে নিহতের জামাতা মোঃ রুবেল বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ১৫-২০ ব্যক্তির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই ঘটনার সাথে জড়িত সন্দেহে দাসেরহাট এলাকার জাবেদ হোসেন মিন্টু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।
থানা পুলিশ ও সংশ্লিষ্ঠরা জানায়, শনিবার (২৮ জানুয়ারি) রাতে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে সাবেক ইউপি সদস্য সফি উল্যা সাবুর বাড়িতে একদল ডাকাত ডুকে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণলংকার ও মালামাল লুটে নেওয়ার সফি উল্লাহ বাধা দেয়। এসময় তারা সফি উল্লাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা এবং পরিবারের ২ সদস্যকে আহত করে।
নিহতের ছেলে আলাউদ্দিন জানান, ডাকাতরা তার বাবাকে হত্যার পর স্বর্ণ ও টাকাসহ ৬ লাখ টাকার মালমাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার দোষীদের গ্রেফতার ও সুুষ্ঠু বিচার দাবি করেন।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। মামলার আসামিদের গ্রেফতার করতে কয়েকস্থানে অভিযান চালানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে বলেও জানান তিনি।
লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১
Array
