লক্ষ্মীপুরে সাপের কামড়ে স্কুল ছাত্র নিহত

শেয়ার

লক্ষ্মীপুরের রামগতিতে সাপের কামড়ে ৮ম শ্রেণীর ছাত্র আবিদ হোসেনের মৃত্যু হয়েছে। নিহত আবিদ হোসেন উপজেলার বালুচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও সুইজ গেইট এলাকার ব্যবসায়ী বেলাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার ভোররাতে মারা যায় আবিদ হোসেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, রামগতির আলেকজান্ডার ২নং ওয়ার্ডের সুইজ গেইট এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে ক্ষেতে বাবার সাথে মাছ ধরতে যায় আবিদ হোসেন। এসময় তার পায়ে সাপে কামড় দেয়। এতে শরীর কালছে হয়ে যায়। পরে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আবিদ হোসেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রিপন পাটওয়ারী অভিযোগ করে বলেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভ্যাকসিন না থাকার কারনে আবিদের মৃত্যু হয়েছে। যদি যথা সময়ে আবিদ হোসেনকে সাপে কাটার ভ্যাকসিন দেয়া হতো, তাহলে এমন নাও হতে পারতো। ভ্যাকসিন না দেয়ার কারনে তার মৃত্যু হয়েছে। আবিদ হোসেন ছিল বিদ্যালয়ের প্রথম ৮ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী।

রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনা শীষ জানান, রাত দেড়টার দিকে আবিদ হোসেনকে হাসপাতালে আনা হয়। এসময় তার প্রচুর শ্বাস-প্রশ্বাস দেখা দেয়। পরে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সাপে কামড়ে মারা গেছে, নাকি অন্য কারনে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি। ভ্যাকসিনের কোন সংকট নাই।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.