লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন, টেকসই উন্ননের লক্ষ্যসমূহ নিয়ে ভবানীগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, মুজতবা আল মামুন প্রমুখ।
এসময় বক্তরা একটি বাড়ী একটি খামার, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক, সবার জন্য বাসস্থান, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা বিনিয়োগ বিকাশ, ঘরে ঘরে বিদ্যুৎ , সামাজিক নিরাপত্তাসহ সরকারের বিভিন্ন উন্নয়ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ।