লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ফয়সাল হত্যা মামলার অত্যতম আসমী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নুরুদ্দিনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১টায় সদর উপজেলার বালাশপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। নুরুদ্দিন ওই গ্রামের আবদুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের বালাশপুর গ্রামে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহাঙ্গিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ নুুরুদ্দিনকে আটক করে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনজার্জ এসআই জাহাঙ্গির বলেন, আটককৃত নুরুদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।