লক্ষ্মীপুরে শিশু শ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেয়ার

তারেক মাহমুদ , লক্ষ্মীপুর:

শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশু শ্রম বন্ধ করি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১২ জুন (সোমবার) সকালে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশক অধিদপ্তর (ফেনী) এর আয়োজনে শিশু শ্রম নিরসন বিষয়ক সেমিনার লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপক করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দক অধিদপ্তর (ফেনী) উপমহাপরিদর্শক প্রকৌ: শরীফ আহাম্মেদ আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, বিশিষ্ট ব্যবসায়ী শংকর মজুদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশক অধিদপ্তরের শ্রম পরিদর্শক ফারহানা আক্তার, মো: ইয়াসিন হোসেন, রোমান মিয়া, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক নুর নবী, রাকিব হোসেন প্রমুখ। সভায় শিশুশ্রম নীতিমালা ২০১০, প্রজ্ঞাপন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও শ্রম বিধিমালা ২০১৫ এর আলোকে শিশু শ্রম বিষয়ক আলোচনা করা হয় এবং শিশু শ্রম প্রতিরোধে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.