Zলক্ষ্মীপুর :
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব। এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে জতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে।
রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অধিপ্তরের উদ্যোগে র্যালি, শিশু-কিশোর সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণেগিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে আলোচনা সভা ও শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমন চৌধুরী, সদর উপজেলা নির্বাহীকর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ প্রমুখ।
এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।