লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ,পুলিশের বাধা

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

সারাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনা,বৈষম্যবিরোধী আন্দোলনের নয় দফা মেনে নিয়ে অবিলম্বে দেশের সব ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে লক্ষ্মীপুরে ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মাদাম ব্রীজ এলাকায় সামনে ঝড়ো হয় শিক্ষার্থীরা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

এতে করে দু-পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এইসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যেরা তাদের ধাওয়া দিলে ছাত্ররা আজকের মত কর্মসূচি স্থগিত করে।

লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.