লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বেপরোয়া গতির একটি লেগুনা উল্টে রাস্তার পাশে পড়ে ৫ মাদ্রাসা ছাত্র আহত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের ভবানীগঞ্জ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ফেনীর আজিজিয়া সুলতানুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জুনাইদ (১০), রাকিক (১১), মো. রাকিব হোসেন (১০), মেহেদী হাসান (১১) ও আরিফ (১০)। আহত ছাত্রদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে। তারা কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের চর সামচ্ছুদ্দিন গ্রাম ও মতিরহাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনা কবলিত অন্যান্য ছাত্রদের কাছ থেকে জানা গেছে মতিরহাট থেকে রিজার্ভ করা লেগুনা দিয়ে ফেনীর ওই মাদ্রাসা যাচ্ছিল তারা; পথে ভবানীগঞ্জ কলেজের সামনে গেলে দ্রুত গতির লেগুনাটির নিয়ন্ত্রণ হারায় চালক; এতে লেগুনা রাস্তার পাশে উল্টে পড়ে ৫ ছাত্র আহত হয়। লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার উপরির্দশক (এসআই) ফারুক আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়ে খোজখবর নেয়া হচ্ছে।
Uncategorized