লক্ষ্মীপুরের রায়পুরে প্রশাসন, আ’লীগ, স্কুল-কলেজ ও বিভিন্ন সমাজিক সংগঠনের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান, র্যালি, আলোচনা সভা ও ১৫ গরু দিয়ে কাঙালি ভোজ এর মাধ্যমে ৪২তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে (১৫ আগস্ট) উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে রায়পুর আলিয়া মাদ্রাসা সামনে থেকে শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ডাক বাংলার অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানে পৌরসভার সকল ওয়ার্ড থেকে মিছিল সহকারে শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রতিটি ইউনিয়নের পৃথক পৃথক ভাবে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ সভাপতিত্ব করেন ও পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাচিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র হাজী ইসমাইল খোকন, আ.লীগ নেতা এ্যাড. ইউসুফ জালাল কিসমত, আইনুল কবির মনির, কাজী গুলজার, যুবলীগ আহবায়ক মঞ্জুর হোসেন সুমন, যুগ্ম আহবায়ক শাকিল চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সেক্রেটারি মাকছুদ আলম রনি প্রমুখ।
লক্ষ্মীপুরে র্যালি, শোকসভা-কাঙালি ভোজ
Array
