লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে মোবাইলের মাধ্যমে রোগীদের প্রেসক্রিপসনের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা করেছে সিভিল সার্জন। গত ৮ মে এক পরিপত্রের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমদ। যার নং সিএসএল/শ-প্রশাঃ১/১৭/৩৮৯৪/৬।
পরিপত্র স্মারকে বলা হয়। বিভিন্ন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজিনটেটিভগণ মোবাইলের মাধ্যমে রোগীদের প্রেসক্রিপসনের ছবি তোলেন। এবং ওই ছবি স্ব স্ব কোম্পানীদের নিকট প্রেরণ করেন। অথচ ওই প্রেসক্রিপসনে রোগীদের বিভিন্ন গোপন বিষয় লিখা থাকে। এছাড়াও ছবি তোলার সময় রোগী ও প্রেজিনটেটিভদের সাথে প্রেসক্রিপসন নিয়ে টানাটানি হয়। এতে ওই প্রেসক্রিপসন ছিঁড়ে যায় এতে রোগী বিব্রতকর অবস্থা সহ হয়রাণী শিকার হয়। এমতাবস্থায় রোগীদের হয়রানী থেকে বাঁচাতে প্রেসক্রিপসনের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেন কর্তৃপক্ষ। এছাড়াও আদেশকৃত পরিপত্রটি সকল ক্লিনিক হাসপাতাল ও ডায়াগণনষ্ট্রিক সেন্টার গুলোতেও পাঠানোর অনুরোধ জানান জেলা সিভিল সার্জন।