তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে র্বণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মলম্বীদের অন্যতম উৎসব দোল যাত্রা ও হলি উৎসব। সোমবার (২৫ মার্চ) সকালে হলি উৎসব উপলক্ষে শহরের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে রং খেলা অনুষ্ঠিত হয়।এসময় হিন্দু সম্প্রদায়ের লোকেরা একে অপরকে বিভিন্ন রংয়ের আবির মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন।
জানা যায়, ফালগুন মাসের পূর্ণিমার পূর্ণ তিথিতে এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এই উৎসবমুখর দিনে একজন অপর জনের অতীতের ভুলক্রটি গুলো ভুলে যায়। একে অপরের মধ্যকার ঝগড়া-বিবাদ মিটমাট করে ফেলে এবং সকল অপরাধ ক্ষমা করে দেয়।হোলি ও দোল উৎসবে মন্দিরে অভিষেক, কীর্তন, বাউল সঙ্গীত পরিবেশন ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।