লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় মো: ইউসুফ নামে এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোররাতে বশিকপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ সদর উপজেলার বশিকপুর এলাকার মো: বদিউজ্জামানের ছেলে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বশিকপুরে অভিযান চালিয়ে যুবলীগ নেতা হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এ সময় তাঁর কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, গ্রেপ্তারকৃত ইউসুফ আলাউদ্দিন হত্যা মামলায় সরাসরি জড়িত। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

উল্লেখ্য, গতবছর ১লা অক্টোবর রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার কালভার্টের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন যুবলীগ নেতা আলাউদ্দিন। এ সময় কয়েকজন মুখোশ পরে এসে তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান আলাউদ্দিন। তিনি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.