রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে মৎস্যজীবিদের ওপর কোষ্টগার্ডের হামলা : আহত ১০

Array

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে রামগতির বিবিরহাটের ওছখালী এলাকায় মৎস্যজীবি ও ব্যবসায়ীদের ওপর কোষ্টগার্ডের হামলার ঘটনা ঘটেছে। এসময় ব্যবসায়ী ও জেলেসহ অন্তত ১০জন আহত হয়। আহতদের মধ্যে বাজারের ব্যবসায়ী নোমান হোসেন, সালাউদ্দিন, রায়হান, সেলিম ও হৃদয়কে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় ঘাটের ব্যবসায়ীরা দোকানপাট খোলা রেখে তাদের ভয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ (০৪ মে) বৃহস্পতিবার দুপুরে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কোষ্টগার্ডের লে.কর্নেল বোরহান উদ্দিনের নেতৃত্বে কোষ্টগার্ডের একটিদল ওছখালী বাজারে আসে। অতর্কিতভাবে গাড়ি থেকে নেমে কোষ্টগার্ড সদস্যরা এলোপাতাড়ি বাজারের ব্যবসায়ী ও জেলেদের মারধর করে। এসময় তাদের হামলায় বাজারের ব্যবসায়ী নোমান হোসেন, সালাউদ্দিন, রায়হান, সেলিম ও হৃদয়সহ অন্তত ১০জন আহত হয়। কোষ্টগার্ডের হামলার ভয়ে বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন দোকানপাট খোলা রেখে পালিয়ে যায়। হামলার খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। দেখা দিয়েছে আতংক। তবে কোষ্টগার্ডের কোন সদস্য এবিষয়ে কথা বলতে রাজি হয়নি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে চিড়িং পোনা আটককে কেন্দ্র করে মৎস্যজীবি ও কোষ্টগার্ডের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার তছলিম উদ্দিন বাদী হয়ে ৬০জন অজ্ঞাত গ্রামবাসীকে আসামী করে রামগতি থানায় একটি মামলা দায়ের করে। ওই ঘটনার জের ধরে কোষ্টগার্ডের সদস্যরা এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

আর মাত্র চার দিন পর শুরু হচ্ছে ১৩তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে কারও...

শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় সরকার অচল...

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ভাকুর্তার নারী উদ্যোক্তাদের তৈরি গয়না নিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ইমিটেশন জুয়েলারি মেলা। শনিবার (৩০ সেপ্টেম্বর)...