সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে গনসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ করছেন চেয়্যারম্যান প্রার্থী শেখ জামান রিপন । তিনি বাড়ি বাড়ি গিয়ে করছেন প্রচার-প্রচারনা, পৌঁছে দিচ্ছেন উন্নয়নের বার্তা।
অপরদিকে জেলা আইনজীবী সমিতি থেকে ৬ নং বাঙ্গাগাঁ ইউনিয়নে গিয়ে মোটর- সাইকেল রেলি, লিফলেট বিতরণ করছেন জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
এই সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, রিপন ভাই সৎ -যোগ্য একজন মানুষ। এই ইউনিয়নে তার বিকল্প কেউ নেই। তাই জেলা আইনজীবী সমিতি তার পাশে আছে।
জানা যায় আ্যডভোকেট রিপন এলাকায় আগে থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গেছেন তাই জনগণ তাকেই নির্বাচনে জয়ী করতে চাই।
জানতে চাইলে শেখ জামান রিপন বলেন, জনগণ আমার পাশে আছে। বাঙ্গাগাঁ ইউনিয়ন অবহেলিত ইউনিয়ন আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের রাস্তা-ঘাট, মসজিদসহ অবকাঠামো উন্নয়ন করবো। জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিবো।প্রশাসন আমাদের আশ্রস্ত করেছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।