রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় মামলা : সংবাদ সম্মেলন

Array

পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে আটকে রেখে মারধরের অভিযোগের আওয়ামীলীগের প্রভাবশালী এক ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানায় আহত মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী এবং ইউপি সদস্য হারুন, পরান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান ও চৌকিদার (গ্রামপুলিশ) আবদুল্লাসহ অজ্ঞাত আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
তবে নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার এবং যড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আ’লীগের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

মামলার বিবরণে জানা গেছে, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ উত্তর জয়পুর ইউনিয়নের ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের কাছে জমা দিয়েছেন। গত শনিবার সকাল ১১টার দিকে আ’লীগের প্রভাবশালী চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে ইউপি কার্যালয়ে ডেকে নেয় এবং ভূয়া মুক্তিযোদ্ধার তালিকার ব্যাপারে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এ সময় তিনি প্রতিবাদ জানালে সকল বিবাদীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাকে ইউপি কার্যালয়ের টয়লেটে আটক করে রাখে। পরে তিনি টয়লেট থেকে বের হয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে আটকে রেখে মারধরের অভিযোগের ঘটনাকে ষড়যন্ত্রমূলক ও অপপ্রচার দাবি করে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার উত্তরজয়পুর ইউপি কার্যালয়ে ১১জন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

সর্বশেষ

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

আর মাত্র চার দিন পর শুরু হচ্ছে ১৩তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে কারও...

শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় সরকার অচল...

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ভাকুর্তার নারী উদ্যোক্তাদের তৈরি গয়না নিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ইমিটেশন জুয়েলারি মেলা। শনিবার (৩০ সেপ্টেম্বর)...