সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ,২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে পেটালেন আ’লীগ সমর্থিত প্রভাবশালী ইউপি চেয়ারম্যান

Array

পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রানালয়ে আবেদন করায় নুর মোহাম্মদ (৭২) নামের এক মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ উঠেছে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ৯নং উত্তরজয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে বাথরুমে আটক রাখে । একপর্যায়ে চেয়ারম্যানের নেতৃত্বে চৌকিদার আবদুল্লাহ, পরান মেম্বার ও স্থানীয় টিপু তাকে এলোপাতাড়ি মারধর করে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ। আহত মুক্তিযোদ্ধাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আবুল কাশেম সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান এবং আহত মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা মুকবুল আহম্মেদের ছেলে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান, তিনি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলেন। সরকারের নির্দেশনা অনুযায়ি সম্প্রতি তিনি তার এলাকার ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সদর ইউএনও বরাবর আবেদন করেন। পরে অভিযোগটি ইউএনও সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের জন্য দেন। সেখান থেকে ঘটনাটি জেনে চেয়ারম্যান আবুল কাশেমেরসহ কয়েকজন ভূয়া মুক্তিযোদ্ধা তার ওপর ক্ষিপ্ত হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে চেয়ারম্যান আবুল কাশেম কার্যালয়ে ডেকে নেন। একপর্যায়ে চেয়ারম্যান আবুল কাশেম, চৌকিদার আবদুল্লাহ, পরান মেম্বার ও স্থানীয় টিপু তাকে এলোপাতাড়ি মারধর করে বাথরুমে আটকে রাখে। পরে তিনি জানলার ফাঁক দিয়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।

আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, নুর মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কৃষি সম্প্রসারনের জায়গা দখলের চেষ্টা করে। এবিষয়ে জানার জন্য নুর মোহাম্মদকে ডেকে আনলে তার ওপর হামলার চেষ্টা চালায়। এতে জনরোষ সৃষ্টি হলে মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে নিরাপদে রাখতে কার্যালয়ের একটি কক্ষে নিরাপদে বসিয়ে রাখা হয়। তিনি সেখান থেকে পালিয়ে যেতে লাফিয়ে পড়ে আহত হন।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাহবুব  বলেন, একজন মুক্তিযোদ্ধাকে এ ভাবে আটকে রেখে পেটানো নেক্কার জনক ঘটনা। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, জয়পুর ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধাকে আটকে রেখে মারধর করার ঘটনাটি শুনেছি। কেউ এখনো অভিযোগ করতে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

আইসিইউতে পিএসজির গোলরক্ষক

ঘোড়দৌড়ের সময় সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন পিএসজির গোলরক্ষক সের্হিয়ো রিকো। তিনি বর্তমানে স্পেনে সেভিয়ার একটি হাসপাতালের আইসিইউতে আছেন। পিএসজির দ্বিতীয় পছন্দের এই গোলকিপারের...

মুক্তির অপেক্ষায় পূর্ণিমার যে তিন সিনেমা

চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। পেশাদার ক্যারিয়ারের বাইরে তাদের ব্যক্তিগত একটি পরিচয় রয়েছে। দুজনেই...

নির্বাচনে গণতন্ত্র জয় পেয়েছে : এরদোয়ান

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক...

দিনে গরম বাড়বে, আবহাওয়া থাকবে শুষ্ক

সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই...

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

প্রতিবেদক রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯...

টানা তৃতীয়বার ক্ষমতায় এরদোয়ান

তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোঠে জিতে গেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রথম দফা তিনি...